১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওআইসির প্রতিনিধি দল

কায়সার হামিদ মানিক,উখিয়া :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ‘ওআইসি’র ১৩ সদস্যের প্রতিনিধিদল। ৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’ চেয়ারপার্সন ড.রশিদ আল বালুসি নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং নির্যাতনের করুণ বর্ণনা শোনেন। প্রতিনিধি দলের সাথে ছিলেন ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবা, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিন পদস্থ কর্মকর্তারা।
পরিদর্শন শেষে ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’ চেয়ারপার্সন ড.রশিদ আল বালুসি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত পূর্বক স্বদেশে ফেরত পাঠানো, মানবাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের সাথে একযোগে কাজ করে যাবে। একই রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করার কথাও বলেন তিনি। ওআইসি প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বিপন্ন রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও মানবাধিকার লঙ্গনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।
উল্লেখ্য এর আগে সকালে ওআইসি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মো: আলী হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মো: আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি’র প্রতিনিধিদল রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শুক্রবার সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৫, ২০১৮ ৭:৩৪ অপরাহ্ণ