১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

এবি ব্যাংকের চার কর্মকর্তার দেশত্যাগের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

এবি ব্যাংকের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- ব্যাংকের হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মহাদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।

গতকাল দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়। এর আগে ব্যাংকটির ১২ কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। অর্থ পাচারের অভিযোগে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে দুদক।

উল্লেখ্য, এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ একাধিক কর্মকর্তা সিঙ্গাপুরে অফশোর কোম্পানি খুলে ২০ মিলিয়ন ডলার পাচারের কথা স্বীকার করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৫, ২০১৮ ৭:২২ অপরাহ্ণ