১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৯

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

এমপিওভুক্তির দাবিতে আজ শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছিল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া শিক্ষকরা ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মচারীরা।

অনশনের ষষ্ঠ দিনে কর্মসূচি স্থল জাতীয় প্রেসক্লাবের সামনে যান প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও শিক্ষা সচিব। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে আশ্বাস দেয়ার পর অনশন প্রত্যাহার করেন।
৩১ ডিসেম্বর থেকে টানা এ কর্মসূচি চলাকালে এ পর্যন্ত প্রায় দুইশ’জন শিক্ষক অসুস্থ হয়ে পড়ে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার অনশনস্থলে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ গিয়ে তাদের অনশন ভাঙাতে চাইলেও তার দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৫, ২০১৮ ৫:১০ অপরাহ্ণ