১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করা আছে পাঁচটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারীর জানান, বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও শেষ রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। তখন ফেরি চলাচলে বিঘ্ন ঘটে।

এর ফলে ঝুঁকি এড়াতে ভোর রাত ৪টা থেকে সব ফেরি বন্ধ করে দিতে হয়েছে। প্রায় একশ যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করা আছে রো রো ফেরি শাহ মগদুম ও শাহ এনায়েতপুরী। এ ছাড়া দুটি কে-টাইপ ও একটি টানা ফেরিও আটকে আছে মাঝ নদীতে।

পারাপার হতে না পারা রাতের কিছু সংখ্যক যানবাহন এবং সকালে জমতে থাকা গাড়িসহ শিমুলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যানবাহনের সারি বেঁধেছে বলে জানান পাটোয়ারী। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৫, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ