নিজস্ব প্রতিবেদক:
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আশাবাদ ব্যক্ত করেছেন, ২০১৮ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য একটি শুভ ও সুখী বছর হবে এবং আগামী অর্থবছরে বাংলাদেশ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগ আয়োজিত বাংলাদেশের জিডিপি সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
তিনি বলেন, ‘এর আগে আমরা ২০২০ সালের মধ্যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের টার্গেট নির্ধারণ করেছি। আমার বিশ্বাস আমরা সে সময়ের আগে ২০১৯ সালের মধ্যেই ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। আর এটি অর্জিত না হওয়ার কোন কারণ নেই।’
পরিকল্পনা বিভাগের সচিব এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও প্রফেসর এস আর ওসমানী দু’টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনও সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন।
দৈনিক দেশজনতা /এন আর