১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

গাজীপুরে ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করে ড্রেনে ফেলে রেখে দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ড্রেন থেকে বৃহস্পতিবার সকালে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিধানে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের ফুলশার্ট রয়েছে। তার মুখমন্ডল থ্যাঁতলানো ও রক্তাক্ত অবস্থায় রয়েছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক(এসআই) সাদেকুর রহমান জানান, দুয়েকদিন আগে অজ্ঞাতপরিচয় ওই যুবককে হত্যা করে মহাসড়কের পাশের ওই কাঁচা ড্রেনে ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ