২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৯

আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি: নতুন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এ কে এম শাজাহান কামাল বলেছেন, আমি মন্ত্রী হওয়ার পর এই দফতরের দায়িত্ব পেলে অনেকেই বলেছে, এই মন্ত্রণালয় একটা আগুনের কুণ্ড। আমি সেই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি। অনেকের কাছেই বিমানের অনেক বদনাম আমি শুনেছি। আমি বলতে চাই, আমার হাতে সময় মাত্র ৯ মাস। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও বিমানের এই বদনাম আমি ঘুচাবো। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব।
বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিজ কক্ষে মন্ত্রী শাজাহান কামাল এসব কথা বলেন।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রথম সচিবালয়ের ৬নং ভবনের ১৯ তলায় নিজ কর্মস্থলে যান তিনি। এসময় সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ছাড়াও মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহান কামাল বলেন, জীবনে কোনোদিন ভাবিনি মন্ত্রী হবো। নেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী বানিয়েছেন। এই মর্যাদার জায়গায় বসিয়েছেন। আমি তার এই বিশ্বাস ও মর্যাদা রাখার চেষ্টা করব। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার প্রধান চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ উত্তরণে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, আমাকে যারা বলেছে, এটি আগুন, আমি সততা দিয়ে, কাজ দিয়ে এই আগুনকে পানি করে দেবো। এ কাজে আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। আমার বিশ্বাস, আপনাদের সহযোগিতা পেলে এটা কোনও দুঃসাধ্য কাজ নয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ২:২২ অপরাহ্ণ