১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

গেইল ফুরিয়ে যাননি

নিজস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি সিরিজে ভাল করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। দলও ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে। আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা তো ছিলই। জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্সের পর অনেকেই বলছেন এই ৩৮ বছর বয়সী গেইলের অবসর নেয়া উচিত। তবে এমন অবস্থায় তিনি পাশে পেয়েছেন দলের কোচ স্টুয়ার্ট ল’কে। তিনি বলেছেন গেইলের এখনও অনেক কিছুই দেয়ার বাকি আছে।

২২, ৪, ১২, ০- কেউ কি বলবে দুই ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি ম্যাচে ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইলের স্কোর এটা। অথচ নিজের প্রিয় টি-টুয়েন্টি ফরম্যাটে কিছুদিন আগেই বিধ্বংসী দুই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

আর কিউইদের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে যেন গেইলের দায়িত্ব পালন করেছেন কলিন মুনরো। তার ৫৩ বলে ১০৪ রানে ২৪৩ রানের পাহাড়ে ওঠে নিউজিল্যান্ড। জবাবে গেইল শূন্য রানে আউট হন। আর উইন্ডিজও হারে ১১৯ রানের বিশাল ব্যবধানে।

অনেকেই বলছেন গেইল হয়ত জাতীয় দল থেকে অবসর নিয়ে শুধু বৈশ্বিক লিগগুলোতে খেলবেন। তবে এমন দাবী উড়িয়ে দিয়েছেন ল, ‘এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে বিগ ম্যানের (গেইল) এখনও অনেক দেয়ার আছে। সে যেকোন বোলিং আক্রমনই উড়িয়ে দিতে পারে।’

ল আরো বলেছেন কি করতে হবে তা ভালভাবেই জানেন এই অভিজ্ঞ খেলোয়াড়, ‘এই সিরিজে সে ক্লিক করেনি। তার প্রিয় ফরম্যাট টি-টুয়েন্টিতে ভাল শুরুটা পায়নি। তবে অনেক ক্রিকেট খেলেছে ও। তাই সে জানে কি করতে হবে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ