নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম ও দুই শতাধিক মৎস্য ঘের ভেসে গেছে। বুধবার রাত একটার দিকে উপজেলা সদরের বলবাড়িয়া পারসের কোণে খোলপেটুয়ার ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত দুই গ্রামে হল বলাবাড়িয় ও হাসখালি।
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা মিলন জানান, বার বার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের ব্যবস্থা নেয়নি। সকাল থেকে একাধিক বার ফোন করেও তাদের পাওয়া যায়নি। এখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার জনগণ নিয়ে বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

