১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না : গ্যাংগ শোয়াংগ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাংগ শোয়াংগ বলেছেন, ইরানের কোনো কোনো শহরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনো দেশ এ বিষয়ে হস্তক্ষেপের অধিকার রাখে না।
চীনা মুখপাত্র আরও বলেছেন, সিরিয়া ও ইরাক তথা মধ্যপ্রাচ্যে ব্যর্থ হয়েছে আমেরিকা। দেশটি মধ্যপ্রাচ্যে একঘরে হয়ে পড়েছে। এ কারণে আমেরিকা এখন প্রতিশোধ নিতে চাচ্ছে। ইরানের উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং সরকারের তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। কিন্তু কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো এসব সমাবেশ নিয়ে শত্রুরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৯:৩২ পূর্বাহ্ণ