১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

সোহরাওয়ার্দীতে না হলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে দলটি। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানাবে। অনুমতি দিয়ে বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দিবে। যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়া হয় তাহলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন (৫ জানুয়রি) ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে প্রতি বছর কর্মসূচি গ্রহণ করে থাকে বিএনপি। এ দিনটিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চায় বিএনপি। কিন্তু বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি নামের একটি দলকে সামবেশের জন্য দেয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপিকে না দিয়ে অন্য একটি রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়াকে সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ উল্লেখ করে রিজভী বলেন, ‘৫ জানুয়ারি একটি অখ্যাত ও অজানা একটি দলকে নাকি অনেক আগেই জনসভার অনুমতি দেয়া হয়েছে। বিএনপির আবেদনকে পাশ কাটিয়ে অনেক আগেই অনুমতি দেয়া হয়েছে বলে পুলিশ যে কথা বলছে, সেটি সরকারের হীন পরিকল্পনা বাস্তবায়নের অংশ। এটি সরকারের হিংসাত্মক নীতির একটি অংশ।’

সভা সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার দাবি করে তিনি বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার জোর করে ক্ষমতায় বসার পর থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে। বিএনপিকে সভাসমাবেশে বাধা দেওয়া হয়েছে বারবার।’

এছাড়া আদালতে হাজিরা দিয়ে যাওয়া ও ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে নেতৃবৃন্দ থেকে আলাদা করতে পরিকল্পিতভাবে বারবার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর সরকারের নির্দেশে এ হামলা চালাচ্ছে পুলিশ। আজকে পুলিশি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হয়েছে এবং আটক করা হয়েছে কয়েকজন নেতাকর্মীকে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে কোন নীলনকশাই সফল হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জালিয়াতি করে সাজানো মামলায় বিএনপি চেয়ারপার্সনকে হয়রানির উপযুক্ত জবাব একদিন জনগণ ঠিকই দিবে।’ তিনি নেতাকর্মীদের ওপর ‘হামলা’র ঘটনার নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতাদের আবদুস সালাম, আবুল খায়েল ভুইয়া, আজিজুল বারী হেলাল প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৭:২৩ অপরাহ্ণ