১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নিহত ৪

সিলেট প্রতিবেদক:

সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে জুম বস্তিতে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় চার শ্রমিক নিহত হয়েছেন। গর্ত থেকে পাথর তোলার সময় কোয়ারির পাড় ধ্বসে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় অন্তত পাঁচ শ্রমিক আহত হন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের নাম পারিচয় জানাতে পারেনি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামুসল আলম সরকার (গণমাধ্যম) জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে কোয়ারির গর্ত থেকে পাথর তোলার সময় চার শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কোয়ারির মালিককে খুঁজছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ