১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ: নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়েক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। এসময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নিহত ফায়েক মিয়া মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের রাজা মিয়ার ছেলে। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকুসদুপর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, বাহারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সরোয়ার গ্রুপের সমর্থক ফায়েক মিয়া নিহত হন। আর ২৫ জন আহত এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৩:৫৭ অপরাহ্ণ