আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সংঘাত বাড়ছেই। টানা পাঁচ দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র সোমবারই ইসফাহান প্রদেশে নিহত হয়েছেন ৫ জন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। খবর: আলজাজিরা, আনাদোলু এজেন্সি, আল আরাবিয়াহ। ইরানি গণমাধ্যম জানিয়েছে, সোমবার বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে এক ব্যক্তি শটগান দিয়ে গুলি চালায়। এতে চারজন আহত হন। পরে এক পুলিশ সদস্য মারা যান। সংসদ সদস্য হেদায়েতুল্লাহ খাদেমি বলেছেন, খুজেস্তান প্রদেশের ইজেহ শহরে রোববার রাতে সংঘর্ষে দু’জন নিহত হন।
বিগত পাঁচ দিনে পুলিশ অন্তত ৩৭৭ বিক্ষোভকারীকে আটক করেছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানী তেহরান থেকেই ২০০ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি ইরানে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে জিনিসপত্রের দাম। এরই প্রতিবাদে গত বৃহস্পতিবার উত্তর পূর্বের মাশাদ শহর থেকে বিক্ষোভ শুরু হয়। পরে তা রাজধানীসহ অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। জিনিসপত্রের দামবৃদ্ধির মতো অর্থনৈতিক বিষয় নিয়ে বিক্ষোভ শুরু হলেও এখন তা রাজনৈতিক চেহারা নিয়েছে। বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারবিরোধী বিক্ষোভকে ‘কিছুই না’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, প্রতিবাদ-বিক্ষোভ করা রাজনৈতিক অধিকার। কিন্তু, বিক্ষোভের নামে সহিংসতা অগ্রহণযোগ্য।
দৈনিকদেশজনতা/ আই সি