১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

মার্কিন দূতকে ডেকে পাকিস্তানের কড়া প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালিকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।নববর্ষের প্রথম দিন সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে পাকিস্তানের বিরুদ্ধে ‘মিথ্যা ও শঠতা’র অভিযোগ আনেন।ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ জানাতেই ডেভিড হ্যালিকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সোমবার রাত নয়টায় ডেভিড হ্যালিকে তলব করা হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাহমিনা জানজুয়া লিখিত প্রতিবাদ জানান এবং ডেভিড হ্যালির কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের ব্যাখ্যা চান। নববর্ষের ওই প্রথম টুইটে ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, ‘গত ১৫ বছরে যুক্তরাষ্ট্র মূর্খামি করে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারের চেয়েও বেশি অর্থ দিয়ে এসেছে। এর বিনিময়ে তারা আমাদের কিছু দেয়নি বরং আমাদের সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছে এবং আমাদের নেতৃত্বকে বোকা বানিয়েছে।’ প্রতি উত্তরে এক টুইটে পাকিস্তান ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, সব অর্থায়ন খরচ করা হয়েছে। না হলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটতো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ