স্পোর্টস ডেস্ক:
হাথুরুসিং চলে যাওয়ার পর কোচহীন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ দরজায় কড়া নাড়লেও এখনও সাকিব-তামিমদের যোগ্য কোচনিয়োগ দিতে পারেনি বিসিবি। যে কারণে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের ওপরই ভরসা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বিসিবি সভাপতি।
নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বছরের শুরুর দিনে নিজের ব্যক্তিগত অফিসে মাশরাফি-সাকিবকে ডাকেন পাপন। মাশরাফি-সাকিবদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচ না থাকায় মাশরাফি-সাকিবকে নিয়ে বসেছিলাম। নতুন বছরে তাদের পরিকল্পনা নিয়ে আলাপ করেছি। কোচের দায়িত্ব আমি দলের সিনিয়র ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছি। কাজেই ধরে নেন এবার খেলোয়াড়রাই কোচ।’
কোচ নিয়োগের জন্য কয়েকজনের সঙ্গে আলাপও করেছে বিসিবি। কিন্তু চূড়ান্ত করতে পারেনি। তবে ত্রিদেশীয় সিরিজে না হলেও তারপরেই বিদেশি কোচ নিয়ে আসা হবে বলে জানান বিসিবি সভাপতি।
দৈনিক দেশজনতা/এন এইচ