২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৬

আল জাজিরা চালু হলো চীনা ভাষায়

বিনোদন ডেস্ক:

চীনের ১৪০ কোটি জনগণের মধ্যে নিজেদের ভাষায় সংবাদ প্রচারের লক্ষ্যে মান্দারিন ভাষায় ওয়েব সংস্করণ প্রকাশ করলো আল জাজিরা। এই প্রথম চীনাদের ভাষায় চালু হলো গণমাধ্যমটি। চীনের দর্শকদের সম্পৃক্ত করার লক্ষ্যে দেশটির সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম সাইট ওয়েবু, মেইপাই ও উইচ্যাটেও কার্যক্রম শুরু করেছে আল জাজিরা।

সোমবার আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সুয়াগ বলেন, ‘বিপুল চীনা দর্শককে সেবা দেয়ার মাধ্যমে আজ আল জাজিরার একটি নতুন মাইলস্টোনের সূচনা হলো।’

তিনি আরো বলেন, ‘মান্দারিন ভাষায় ওয়েবসাইট চালুর মাধ্যমে আমরা দর্শকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে আরো এগিয়ে গেলাম। তথ্য বিনিময়ের মাধ্যমে বিশ্বজুড়ে একটি সাংস্কৃতিক সেতু তৈরি হবে।’

১৯৯৬ সালে প্রথম আরবি ভাষায় সংবাদ প্রচার শুরু করে আল জাজিরা। পরে ১৯৯৬ সালে শুরু হয় ইংরেজি সংস্করণ। ২০১১ সালে চালু করা হয় গণমাধ্যমটির বলকান সংস্করণ। ইন্দোনেশীয় ভাষায় সংস্করণ শুরুর কথা ভাবছে আল জাজিরা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ৮:৪৬ অপরাহ্ণ