১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

পাবনায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করা নিয়ে পাবনায় পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয় ২৬ জনকে।

আহত নেতাকর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ তাদের র‌্যালি করতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা র‌্যালি করতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কিছু সময় ধরে চলা সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান জাফির তুহিনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

সংঘর্ষ চলাকালে পুলিশ ৪১ রাউন্ড শর্টগানের গুলি ও সাতটি টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৬ নেতাকর্মীকে আটক করে। সংঘর্ষের সময় পুলিশের নয় সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ