১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

ছুটি শেষে খুলেছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

শীতকালীন ছুটি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে ছুটি শেষে সোমবার (১ জানুয়ারি) থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস খোলা হচ্ছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক শ্রীপতি শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। সোমবার থেকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে। সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা চলবে।

গত ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খোলা ছিল। রোববার থেকে আবাসিক হল ও স্থানীয় মেসগুলোতে ছাত্রছাত্রী আসা শুরু করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ২:২৩ অপরাহ্ণ