১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

৪ দফা দাবিতে নড়াইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:

কারিগরি মর্যাদাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে নড়াইলে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়ে এ কর্মবিবরতি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টরস এসোসিয়েশন এবং বাংলাদেশ হেলথ্ এসোসিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতি পালনকালে চার দফা বাস্তবায়নে বক্তব্য রাখেন জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মন্টু, সুজিত কুমার বিশ্বাস, সুব্রত বিশ্বাস, রওশন আরা খানমসহ আরো অনেকে।

এ সময় বক্তারা তাদের কারিগরি পদমর্যাদাসহ বেতন স্কেল প্রদান, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও শূন্য পদে নিয়োগ এবং ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তনের দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দাবি মেনে না নিলে সারাদেশে প্রয়োজনীয় সকল টিকা প্রদান কর্মসূচি বন্ধ থাকবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ