১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

কমলনগরে ছাত্রদলের ছয় নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। রবিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. ফাহাদ, মো. রাশেদ, ফিরোজ আলম, মো. মোহন, মো. হাসান ও বোরহান উদ্দিন। এরা সবাই তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা।

জানা যায়, রাত সাড়ে দশটার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারের ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে একটি ঘরে প্রস্তুতি সভা করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে ছয়জনকে আটক পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি যাচাই-বাচাই চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ