১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

মুদি দোকানে বিনামূল্যের নতুন দেড়হাজার পাঠ্যবই

ময়মনসিংহ  প্রতিনিধি:

ময়মনসিংহের শহরতলির কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে বিনামূল্যে বিতরণের নতুন দেড়হাজার পাঠ্যবই মুদি দোকান থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মুদি দোকানিকে আটক করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বইসহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম ইসরাফিল (৩২)। তিনি ওই এলাকারই বাসিন্দা। উদ্ধারকৃত বইগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির বলে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ইসরাফিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বইগুলো কীভাবে পেয়েছে এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল, তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ১০:৫৩ পূর্বাহ্ণ