১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

সিডনিতে বিমান দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

আকাশ থেকে নববর্ষের সৌন্দর্য্য উপভোগ করতে গিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বিমান দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। রোববার সিডনি নদীতে বিমানটি পড়ে গেলে ছয়জন মারা যায় বলে জানিয়েছে রয়টার্স।

নিহতদের নামপরিচয় এখনো জানা না গেলেও অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

জানা গেছে, শহরটির বড় পর্যটন সংস্থা সিডনি সি-প্লেন কোম্পানি বিমানটি পরিচালনা করছিল। তাদের বিমানে এড শেরান, স্যাম স্মিথ, টেক মোঘল বিল গেটসের মতো অনেক বিখ্যাত তারকা সৌন্দর্য্য উপভোগ করেছেন।

পুলিশ জানায়, সি-প্লেনটি সিডনির উত্তরে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে পাঁচ আরোহীকে নিয়ে শহরটির পূর্ব দিকে অবস্থিত রোজ বেতে ফিরছিল। দুর্ঘটনার পর বিমানটি দ্রুত পানিতে তলিয়ে যায়। এতে বিমানে থাকা ছয় আরোহী মারা যায়। নিহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দেশটির প্রশাসন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৯:২৯ অপরাহ্ণ