১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

বাঞ্ছারামপুরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি ঘোষনা

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সদরে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে শনিবার সকাল ১০ ঘটিকা সময়ে বাঞ্ছারামপুর উপজেলা শাখা,পৌর শাখা কলেজ শাখার ও টেকনিক্যাল কলেজের দ্বিবার্ষিক ছাত্রলীগের সম্মলন উপলক্ষ্যে প্রধান অতিথি ছিলেন কেপ্টেন এবি তাজুল ইসলাম তাজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সভাপতি সংসদিয় স্থায়ী কমিটি ও এম পি।সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মলন হয়ে থাকে।উদ্ধোধক হিসেবে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট মাসুম বিল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নারায়নগঞ্জ-২(আড়াইহাজার)আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগনেতা নজরুল ইসলাম বাবু,ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মো.সাইফুর রহমান সোহাগ,সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক মহিউদ্দিন মহি,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো.মনির হোসেন,সাফায়েত উল্লাহ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,যুবলীগ সভাপতি সায়েদুল ইসলাম ভুইয়া বকুল,স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মাহমুদুর হাসান ভূইয়াসহ স্থানিয় ও কেন্দ্রীয় কমিটির নের্তৃবর্গ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ বলেন,-‘গাড়ি পুড়ানো,মানুষ পুড়ানো বিএনপিকে জনগন আর দেখতে চায়না।জনগন উন্নয়ন চায়। আওয়ামীলীগ হলো উন্নয়নের সরকার।তাই এই সরকারকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
আড়াই হাজারের এমপি নজরুল ইসলাম বাবু বলেন,-‘ছাত্রদের আগে ভালো মানুষ হতে হবে,এরপর ছাত্রলীগ।ছাত্রলীগ করতে হলে তাকে তাকে সেবামূলক মানসিকতা থাকতে হবে’।এলাকায় হাজারো ছাএনেতার ডল নেমে আসে। সকলেই সম্মেলনকে তার কাঠামো গঠন করার প্রকৃয়া করেন। সারা দিন শেষেও পার্থিতার যাচাই বাসাই হয়নি বলে ১ ঘন্টার বিরতি ঘোষনা করেন। উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনায়ার জুয়েল আহম্মেদ ও সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার,পৈরসভাপতি মো. সুহেল রানা সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক,বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মো. জামাল মিয়া সাধারন সম্পাদক রোমেল আহম্মেদ আমান। জেলা সভাপতি মো. মাসুম বিল্লাহ ঘোষনা করেন।কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন আমরা গঠনতন্ত্র অনুসারে কমিটি করেছি কেহ মন খারাপ করবে না তোমরা সবার যোগ্যতা আছে সবাই ছাত্রলীগের হয়ে কাজ কর নৌকার হয়ে কাজ কর,তাজ ভাইয়ের কাজ কর,আমার কাজ কর।উক্ত সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন আলমগীর হুসেন, বিল্লাল ভিপি,কামাল আহম্মেদ, ছগির হুসেন,সেলিম মেম্বার,আতাউর রহমান সনেট,রিয়াজুল আহম্মেদ রাজন প্রমুখ।উপস্থাপনায় ছিলেন সেলিম আহম্মেদ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ