২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৯
Bangladeshi cricketer Tamim Iqbal speaks during in a press conference at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on August 25, 2017. Australia is wary of the threat posed by Bangladesh's spinners ahead of their two-Test series starting on August 27 in Dhaka, batsman Glenn Maxwell said. / AFP PHOTO / Munir UZ ZAMAN

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশই ফেভারিট : তামিম

স্পোর্টস ডেস্ক:

অনেক দিন পর ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে এ টুর্নামেন্ট। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ভাগের কাছে হেরে যেতে হয়েছিল টাইগারদের। বাংলাদেশ দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল মনে করেন শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশই ফেভারিট।

রবিবার সাংবাদিকদের তামিম বলেন,‘অবশ্যই আমরা ফেভারিট। আমরা অবশ্য খুব বেশি ত্রিদেশীয় সিরিজ খেলিনি। একবার ফাইনাল খেলেছিলাম। এটা একটা দারুণ সুযোগ আমাদের সামনে।’

কেন বাংলাদেশ ফেবারিট তার ব্যাখ্যা দিয়েছেন তামিম.‘যে দুই প্রতিপক্ষের সঙ্গে খেলা হবে, তাদেরকে আমরা ভালোভাবে চিনি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। ওরাও অবশ্য আমাদের সম্পর্কে জানে। আমরা আরো যে কদিন অনুশীলনের সুযোগ পাবো, এই দিনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, এই কদিনে আমরা দারুণ একটা প্রস্তুতি নিতে পারবো।’

তামিম মনে করছেন আসন্ন টুর্নামেন্ট বেশ জমজমাট হবে। তবে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন তিনি। তামিম বলেন,‘আমার মনে হয়, খুবই আকর্ষণীয় একটা সিরিজ হবে। অন্য দুটি দলও ভালো। শ্রীলঙ্কা ভালো দল। এ ছাড়া জিম্বাবুয়েও তাদের দিনে ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশে খেলা, আমাদের হোমগ্রাউন্ড। গত দুই তিন বছরে আমরা যে রকম ক্রিকেট খেলে এসেছি, বিশেষ করে দেশের মাটিতে, আমাদেরই ফেভারিট হওয়া উচিত।’

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৬:০৯ অপরাহ্ণ