১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

সেন্সর ছাড়পত্র পেল শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও মিম অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হবো’। শনিবার (৩০ ডিসেম্বর) সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়। তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচীব জালাল উদ্দিন মুন্সি।

গত ২১ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘আমি নেতা হবো’। এরপর ছবিটি দেখে সদস্যরা ভূয়সী প্রশংসা করে। সেই সুবাদে ছবিটি আনকাট ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত হয়। রোববার (৩১ ডিসেম্বর) অফিশিয়ালি ছাড়পত্র দেয়া হবে।

ছবিটির প্রযোজক সেলিম খান জানান, আমার প্রডাকশনের প্রথম ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ায় আমি আনন্দিত। শিগগিরই গানের শুটিং শেষ করে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবিটি শুটিং শুরুর আগে থেকেই আলোচনায় রয়েছে। এরপর শুটিংয়ের সময়ও এর বিভিন্ন স্থিরচিত্র ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। ছবিতে শাকিব-মিমের লুক নিয়েও ইতিবাচক আলোচনা হয় শোবিজ পাড়ায়। ফলে এই ছবির মুক্তির জন্য দর্শকমনে আলাদা আগ্রহ কাজ করছে অনেক দিন ধরেই। আগামী ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে।

এদিকে ‘আমি নেতা হবো’ ছবির গানের দৃশ্যায়ন এখনও সম্পন্ন হয়নি। তাই গানের শুটিং শেষ হওয়ার পর পুনরায় সেন্সর বোর্ডে জমা দিয়ে চূড়ান্তভাবে ছাড়পত্র নিতে হবে।

‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব-মিম ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী ও কাজী হায়াৎ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ