নিজস্ব প্রতিবেদক:
তারা ক্লাসে পড়ান না। কিন্তু বাড়িতে টাকা দিয়ে পড়ান। অসৎ শিক্ষকদের উদ্দেশ্য করে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সংখ্যায় কম হলেও কিছু শিক্ষক পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। এর চেয়ে কুশিক্ষা আর কী হতে পারে?’ রোববার (২১ মে) রাজধানীর পলাশীর ব্যানবেইজ ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকেরাই হলেন নিয়ামক শক্তি, তারাই আসল শিক্ষাটা দেবেন। বর্তমানে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়। মান আরও বাড়াতে হবে। সরকার এখন সে কাজটিই করছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমদ, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম প্রমুখ।