আন্তর্জাতিক ডেস্ক:
নীরবতা পালন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে তুরস্ক রবিবার নববর্ষ উদযাপন করতে যাচ্ছে। এক বছর আগে ইস্তাম্বুলের একটি অভিজাত নাইটক্লাবে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৩৯ জন নিহত হওয়ায় এ বছর এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১৭ সালে রাত ১২টা ৪৫ মিনিটে এক উজবেক বন্দুকধারী বোস্ফোরাসের রেইনা নাইটক্লাবে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। খবরে বলা হয়, রেইনা হত্যাযজ্ঞের পর থেকে তুরস্কে আর কোন বড় ধরণের হামলার ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির ফলেই এমনটা হয়েছে।
ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন জানান, এ লক্ষ্যে নতুন বছরের রাতে ইস্তাম্বুলে ৩৭ হাজার পুলিশ মোতায়েন করা হবে। এ সংখ্যা গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশী। এছাড়া রক্ষী ও কোস্টগার্ড বাহিনীর চার হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ দেশটির অধিকাংশ জনপ্রিয় এলাকায় নতুন বছরের সব ধরণের অনুষ্ঠান নিষিদ্ধ বা বাতিল করেছে।
দৈনিকদেশজনতা/ আই সি