১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

জেরুজালেম শুধু ধর্মীয় ইস্যু নয় : মালয়েশীয় উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহেদ হামিদি বলেছেন, জেরুজালেম ইস্যুটি কেবল ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে মানবাধিকারের প্রসঙ্গও জড়িত। খবর আনাদুল এজেন্সি। আজ শনিবার মালয়েশিয়ার বিরাক রাজ্যে চার্চ ঐক্যপরিষদ আয়োজিত এক কর্মশালায় বক্তৃতাকালে জেরুজালেমকে ইসরাইলে রাজধানী স্বীকৃতির মার্কিন সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি একথা বলেন। হামিদি আরো বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া জেরুজালেম প্রস্তাবটি কেবল মুসলিম দেশগুলোই সমর্থন করেননি, পুরো বিশ্বই সেটাকে মেনে নিয়েছে। কারণ এটা শুধু ধর্মীয় নয়, মানবাধিকারের প্রশ্ন। মালয়শিয় উপপ্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সন্ত্রাস মোকাবেলায় তার দেশের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এক ঘোষণায় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সেই সঙ্গে মার্কিন দূতাবাসকেও তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার ঘোষণা দেন। তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম দেশগুলোসহ বিশ্বের অধিকাংশ দেশে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে তুরস্ক ও ইয়েমেনের প্রস্তাবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেরুজালেম বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রেজ্যুলেশন পাশ হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ