নিজস্ব প্রতিবেদক:
মোটরসাইকেলের কাগজপত্র দেখার জেরে নওগাঁর বদলগাছি উপজেলায় থানায় গিয়ে পুলিশকে পেটাল যুবলীগ নেতাকর্মীরা।
জানা যায়, শনিবার রাতে বদলগাছী থানায় এ হামলার ঘটনায় উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মিলন হোসেনকে আটক করা হয়েছে। আটক মিলন উপজেলার চাকরাইল গ্রামের আবেদ আলীর ছেলে। বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন বলেন, শনিবার বিকালে চাকরাইল গ্রামে বদলগাছী থানা পুলিশের নিয়মিত গাড়ি চেক করছিল।
“এক পর্যায়ে মিলনের মোটরসাইকেলের কাগজ পত্র দেখতে চাইলে তিনি পুলিশকে মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রাতে মিলন ও যুবলীগের ৪/৫ জন কর্মী মোটরসাইকেলে থানায় এসে নিরস্ত্র ৬/৭ জন পুলিশকে মারধর করে।
“এ সময় পুলিশের চিৎকারে ব্যারাকে অবস্থানরত অন্য পুলিশ সদস্যরা এসে মিলনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।”
এ ঘটনায় আহত সাত পুলিশ সদস্যকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি জালাল।
দৈনিক দেশজনতা/এমএইচ