১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

কুমিল্লায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ছয়গড়িয়া এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শামিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, তিনটি চাপাতি, একটি রামদা ও তিনটি মুখোশ পাওয়া গেছে। নিহত শামিম চান্দিনা উপজেলার কাশিমপুর গ্রামের ছাদেকুর রহমানের ছেলে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জেলা ডিবি পুলিশের এসআই কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয়গড়িয়া এলাকায় ৮-৯ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ইটপাটকেল ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত শামিম নিহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
এ সময় ডাকাতের হামলায় এসআই হুমায়ুন কবীর, কনস্টেবল কামাল হোসেন ও দেলোয়ার হোসেন আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এসআই কামাল আরও জানান, ডাকাত শামিমের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১২টিরও অধিক মামলা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১১:১৬ পূর্বাহ্ণ