১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

লেস্টারকে হারিয়ে বছর শেষ করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচে ঘরের মাঠে বড় জয় পেয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডে শনিবার পিছিয়ে পড়েও লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা। আর এই জয়ের নায়ক লিভারপুলের মিশরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহ। তার জোড়া গোলেই ঘরের মাঠে জয় পেয়েছে দল। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথাতেই এগিয়ে যায় লেস্টার সিটি। রিয়াদ মাহারেজ ও জেমি ভার্ডি জুটির যাদুতে গোলটি পায় তারা। মাহারেজের বাড়ানো বল ছয়গজি বক্স থেকে জালে জড়ান ভার্ডি। এর চার মিনিট পরই সালাহ সুযোগ পেয়েছিলেন লিভারপুলকে সমতায় ফেরানোর। সাদিও মানের ক্রস মাত্র ১০ গজ দূর থেকে পোস্টের বাইরে মারেন সালাহ। ম্যাচের ১৯ তম মিনিটে মানে একটি গোল করলেও তা অফসাইডে কাটা পড়ে। প্রথমার্ধের বাকি সময় জুড়ে লিভারপুল চাপ অব্যাহত রাখলেও গোলের দেখা পায়নি।

প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করা সালাহ ৫২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। মানের ব্যাকহিল থেকে দারুণ একটি গোল করেন তিনি। ৫৯ মিনিটে আবার গোলের সুযোগ নষ্ট করেন সালাহ। আর ৬৬ মিনিটে মানের গোল আবার অফসাইডে কাটা পড়ে। শেষপর্যন্ত ম্যাচের ৭৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। বাকি সময়ে লেস্টার সিটি গোল পরিশোধ করতে না পারায় জয় পায় লিভারপুল। এই জয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে লিভারপুল। আর ১৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সালাহ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ