১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

সুপ্রিম কোর্ট দিবসের আলোচনায় থাকবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২ জানুয়ারি পালন করা হবে সুপ্রিম কোর্ট দিবস। দিনটি উপলক্ষে সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস ক্লাবে আয়োজিন হতে যাওয়া আলোচনা সভায় রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।
ওই আলোচনা সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে ওই দিন সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হলেও এবার এ সময়ে অবকাশকালীন ছুটি থাকায় তা ২ জানুয়ারি করা হচ্ছে। গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৮:৫৪ অপরাহ্ণ