১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২২

আবার শিক্ষকদের অনশন শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত নন এমপিও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা বাড়ি ফিরে যান। আন্দোলন করে লাভ হবে না। এমপিও দেয়ার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অর্থমন্ত্রণালয়ের অনুমোদন এবং বাজেট বরাদ্দ না দিলে আমাদের কিছু করার নেই।
শনিবার জেএসসি জেডিসি ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রীর এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এমপিও’র দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালনরত শিক্ষকদের মধ্যে।
শিক্ষামন্ত্রীর বক্তব্য জানার পর তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে আন্দোলন আরো তীব্র এবং বেগবান করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
আন্দোলনরত শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আগামীকাল থেকে আমাদের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। দাবি আদায়ের ব্যাপারে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো কঠোর আন্দোলনে আমরা সবাই প্রস্তুত।
সরকারি সংস্থার (ব্যানবেস) জরিপ অনুযায়ী দেশে পাঁচ হাজার ২৪২টি এমপিওভুক্তকরণের উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে ৮০ হাজারের অধিক শিক্ষক কর্মচারী রয়েছেন। বছরের পর বছর ধরে শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে চাকরি করছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে।
শিক্ষকরা জানান, একদিন এমপিও হবে, তাদের সুদিন আসবে, ভাগ্যের চাকা ঘুরবে এই আশা নিয়ে তারা পড়ে আছেন এসব প্রতিষ্ঠানে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৮:০৬ অপরাহ্ণ