২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৮

ভারতকে হারিয়ে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন পর অসাধারণ একটি বছর কাটালো পাকিস্তানের ক্রিকেট। ২০১৭ সালেই আইসিসি’র কোন প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারায় পাকিস্তান। ফাইনালে তাদের হারিয়েই জিতে নেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। প্রথমবারের মতো। এছাড়াও দীর্ঘ ৯ বছর পর তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এছাড়াও রয়েছে বছরব্যাপী বেশ কিছু দলীয় ও ব্যক্তিগত সাফল্য। নতুন বছর শুরুর আগে জেনে নেই বিদায়ী বছরে পাকিস্তানের সাফল্যের মাইলফলকগুলো।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে মহাকাব্যিক জয়

এ বছর সবুজ জার্সিধারীদের জন্য সবচেয়ে বড় বিজয় ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। ওই ম্যাচে পাকিস্তানের কাছে ফর্মের তুঙ্গে থাকা তারকা খচিত ভারতীয় দল শোচনীয়ভাবে আত্মসমর্পণ করে। উড়তে থাকা ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পর আইসিসির দ্বিতীয় সম্মানজনক ট্রফি জিতে নেয় পাকিস্তান।

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা

শ্রীলঙ্কাকে ৩-০তে ওয়াইটওয়াশ করে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে পাকিস্তান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৬:১১ অপরাহ্ণ