১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সাভার আশুলিয়ায় শামিম মন্ডল (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে আশুলিয়া ইউনিয়নের দুর্গাপুর পূর্বচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ কর্মী শামিম মন্ডলের ভাই হামিদুর রহমান মন্ডল জানান, পূর্ব শক্রুতার জেরে তার ভাইকে দুর্গাপুর পূর্বচালা এলাকায় একা পেয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পথচারীরা গোঙ্গানী শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়।
হামিদুর রহমান জানান, দুর্গাপুর এলাকার নয়ন সরদার, ফরহাদ মন্ডল, রিপন, হাবিবুর ও সেলন মন্ডল এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার সময় ওই পাঁচ ব্যক্তি দুর্গাপুর এলাকার বাইরে একটি বিচারে অবস্থান করছিলেন বলে দাবি করেছেন তারা। তাদের দাবি পুলিশ বিষয়টি তদন্ত করলে জানা যাবে কারা ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার (ওসি) তদন্ত আতাউর খন্দকার। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ