১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

বীরগঞ্জে নৈশকোচ উল্টে আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী নৈশকোচ উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর এলাকার জেল খানা মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার এএসআই মো. শাহরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-২৩৯৪) নামে একটি যাত্রীবাহী নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। পথে বীরগঞ্জ পৌর এলাকার জেল খানা মোড়ে বাক নেওয়ার সময় নিয়ন্ত্রয়ণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে কোচের ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ২০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। পুলিশ মহাসড়ক থেকে কোচটিকে সরিয়ে নিলে সকাল ৮টায় যানচলাচল স্বাভাবিক হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ