নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর (থার্টি ফার্স্ট নাইট) উদযাপনে চার দেয়ালের ভেতরে অনুষ্ঠানের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনো আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা, আতশবাড়ি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদে অনুষ্ঠান করে প্রতিবেশী ও এলাকাবাসীকে বিরক্ত করা যাবে না।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্টের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে গুলশান এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থানরত বহিরাগতরা এলাকা ছেড়ে চলে যাবেন। আর স্থানীয়রা রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশ করবেন। তিনি আরো বলেন, গুলশান এলাকায় প্রবেশের জন্য শুধু কাকলী ও মহাখালী আমতলী ক্রসিং দিয়ে যেতে হবে। রাত ৮ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না। পায়ে হেঁটে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, চার দেয়ালের মধ্যে যদি কেউ নববর্ষ উদযাপন করতে চান তাতে কোনো বাধা নেই। তবে অনুষ্ঠানের পূর্বেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় যদি কেউ অপ্রীতিকর কাজ করে তাকে আইনের আওতায় আনা হবে। ঢাকার পুলিশ কমিশনার আরো বলেন, ৩১ তারিখ সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া এদিন রাতে কেউ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে পারবে না।
দৈনিকদেশজনতা/ আই সি