চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম ইয়াসমিন আক্তার নিলু (২৩)। সে একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার এসআই নোমান বলেন, পারিবারিক কলহের জেরে নিলু আতœহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, রাতে স্বামীর পরকিয়া দেখে পেলায় তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

