নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন ও নতুন কলা ভবনে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট ২৫টি আসনের বিপরীতে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামীপন্থীরা দু’টি প্যানেলে ও বিএনপিপন্থী গ্র্যাজুয়েটরা একক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৪ জন। নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা ৩ বছরের জন্য সিনেটে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনে ৪৩৭৩ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৯ বছর পর জাবির সিনেটে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ১৯৯৮ সালে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ সালে মেয়াদ শেষ হলেও সে সময়ে নির্বাচিত গ্র্যাজুয়েট প্রতিনিধিরা এ পর্যন্ত সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, ‘আমরা আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সে অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করেছি। ক্যাম্পাসে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।’
দৈনিকদেশজনতা/ আই সি