২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

মূল্যবোধের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে: আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন অর্থনীতিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মূল্যবোধের দিক দিয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। সুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত সামাজিক আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা দুর্বল রয়েছে। দুর্বল শ্রেণির মানুষের প্রতি বিশেষ করে নারী-শিশু, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন-নির্যাতন চলছে। অথচ ১৯৭১ সালে এসবের থেকে মুক্ত হতে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, দেশে সুশাসন ও মানবাধিকার বলে কিছু নেই বললেই চলে। চলতি এক বছরে শিশু হত্যার ঘটনা ঘটেছে ৫৭৪টি। গুমের ঘটনা ঘটেছে ৫৪টি। এসব গুম হওয়াদের মধ্যে কেউ কেউ ফিরে এসেছেন। তবে কীভাবে গুম করেছে। কীভাবে কি করেছে তা বলতে পারছে না কেউ। এমন আতঙ্কগ্রস্ত করা হয়েছে তারা কেউ আর মুখ খুলছে না। পাকিস্তানিরা আমাদের শোষণ করতো বলে সকল ধর্ম বর্ণের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। একটাই স্বপ্ন ছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়ব। কিন্তু আজ মুক্তিযুদ্ধের সেই উদ্দেশ্য থেকে সরে গিয়েছে। সরকারের পক্ষ থেকে আমাদের সব সময় বোঝানোর চেষ্টা করা হচ্ছে জনগণের অভিপ্রায় বদলে গেছে। তারা মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ও চেতনার কথাকে গুরুত্ব দেয় না।
তিনি বলেন, এই অবস্থায় চলতে থাকলে খুব দ্রুতই একরোখা সাম্প্রদায়িক দেশে পরিণত হবে বাংলাদেশ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নূরুল্যাহ, শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহীম খালেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সমাজ গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ