১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

১২ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শতশত যানবাহন। এতে আটকা পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রুহুল অামিন জানান, ঘন কুয়াশার কারণে এ রুটে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলা বাড়ার সাথে সাথে পদ্মায় কুয়াশা কমে যাওয়ায় বেলা ১১টার দিক থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে ছোট বড় প্রায় ৮০০শ যানবাহন। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ