১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

ফুটবলার থেকে প্রেসিডেন্ট জর্জ উইয়াহ

আন্তর্জাতিক ডেস্ক:

আগে দু’ পায়ের কারিকুরি দেখিয়ে জয় করেছেন বিশ্বের অগণিত মানুষের মন। ফুটবল দিয়েই লাইবেরিয়ার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন তারকা ফুটবলার জর্জ উইয়াহ। এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহ। নির্বাচনে মোট ভোট পড়ে ৯৮ শতাংশ। খবর- আল-জাজিরার।
কংগ্রেস ফর ডেমোক্রেটিক চেঞ্জ পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচন করেন উইয়াহ। তিনি শাসকদল ইউনিটি পার্টির ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোকাইকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
পশ্চিম আফ্রিকা দেশ লাইবেরিয়ার ২৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ১৫টি প্রদেশের মধ্যে ১২টিতে সর্বাধিক ভোট পেয়েছেন ১৫ বছর আগে রাজনীতিতে নাম লেখানো এসি মিলানের এ কিংবদন্তী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৯, ২০১৭ ১০:৫২ পূর্বাহ্ণ