২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৪

অপহরণের মামলা করায় ফরহাদ মজহারের বিরুদ্ধে পুলিশের পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক:

কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ হয়েছে মর্মে দায়ের হওয়া মামলার কোনো সত্যতা পায়নি বলে দাবি করেছে পুলিশ। এরই প্রেক্ষিতে অপহরণের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে পুলিশ স্ত্রীসহ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের বিরুদ্ধে পাল্টা করেছেন। আজ বৃহস্পতিবার মামলাটি করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই তারিখ ভোরে শ্যামলীর বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপরই তার স্বজনরা জানান, তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার। ১৮ ঘণ্টার নাটকীয়তা শেষে ওইদিন মধ্যরাতে যশোরের অভয়নগরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। এর আগে মোবাইল ফোন ট্র্যাকিং করে খুলনায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরের দিন তাকে ঢাকায় ফিরিয়ে আনা হলে তিনি আদালতে জবানবন্দি দিয়ে নিজে অপহৃত হওয়ার দাবি করেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ফরহাদ মজহারকে নিজ জিম্মায় বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৮:১৮ অপরাহ্ণ