নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্কুল ছাত্ররাও ভোট দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু নির্বকার প্রিজাইডিং অফিসার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রায়কোট ইউনিয়নের মনতলী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে এমন অভিযোগ পাওয়া যায়। এ বিষয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুর কাদের বলেন, ‘এত কিছু যাচাই-বাছাই করা সম্ভব না। পিডা খাইলে তো আমি খাবো, আমার কিছু করার নাই।’
কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, ‘প্রিজাইডিং অফিসার অভিযোগ না দিলে আমাদের কিছু করার নেই।’ এছাড়া কয়েকটি কেন্দ্রে সকালে ভোট দেয়ার জন্য চেয়ারম্যান পদের কোনো ব্যালট পাচ্ছেন না ভোটাররা এমন অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, রাতেই ব্যালটে সিল মেরেছে। এজন্য ভোটাররা এখন ভোট দেয়ার জন্য ব্যালট পাচ্ছে না।
এদিকে ভোট কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউপিতে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবা নাসরিনের ভোট বর্জনের ঘোষণা করেছেন। লক্ষীপুরে ভোট কেন্দ্রে সংঘর্ষ, দুই নারীসহ আটক ৪ লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন দুই নারীসহ ৪ জন। আটকৃতরা হলেন মসুনুর বেগম, আসমা বেগম, দিদার হোসেন ও আবু জাহের। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং অফিসার আব্দুল রহিম।
এদিকে পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় উভয় প্রার্থীর সমর্থকরা লাঠি সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

