১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

দেশে শিক্ষায় বাণিজ্য চলছে

নিজস্ব প্রতিবেদক:

আমাদের দেশে শিক্ষায় বাণিজ্য চলছে। দেশে শিক্ষার কোনো রেগুলেশন নেই। আমরা মনে করি, এর ফল ভয়াবহ। টাকার বিনিময়ে স্কুলে ভর্তি, টাকার বিনিময়ে প্রশ্নফাঁস, টাকার বিনিময়ে চাকরি প্রাপ্তি, টাকার বিনিময়ে জীবনের সমৃদ্ধি। এই শিক্ষাকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বাণিজ্য করার জন্য সরকার মন্ত্রীদেরকে অবাধ লাইসেন্স দিচ্ছে।ৎ

এ অবাধ লাইসেন্স দিয়ে বিভিন্ন বেসরকারি স্কুল প্রতিষ্ঠান খুলে তারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বাণিজ্য করছে। শিক্ষাকে মানসম্মত করছে না। ফলে শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার কোনো উন্নতি হচ্ছে না। সুতরাং শিক্ষায় উন্নতির জন্য জেগে উঠতে হবে সকলকে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ