১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কয়েকটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাঙচুর ও রেকারটিতে অগ্নি সংযোগ করে।

এদিকে মৌলভিবাজার যাওয়ার পথে বাংলাদেশ টেলিভিশনের গাড়িতে হামলা করে অবরোধকারীরা। এসময় গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার ও ক্যামেরা পার্সনসহ বেশ কয়েকজন আহত হন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধের পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের যৌথ সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দ শ্রমিকরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ২:১০ অপরাহ্ণ