১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

অবৈধ নোট-গাইড বইয়ের বিরুদ্ধে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী কার্যক্রম গ্রহণের পর এবার অবৈধ নোট ও গাইড বই বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্দেশে বুধবার রাজধানীতে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম।

দুদক সূত্রে জানা গেছে গতকাল ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম নীলক্ষেতের হযরত শাহজালাল, বাবুপুরা, বাকুশাহ ও ইসলামিয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালায়।

দুদকের অভিযান চলাকালে সময় প্রায় প্রতিটি দোকানেই নিষিদ্ধ নোট ও গাইড বই পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির গাইড বই বিক্রি হচ্ছে।

উল্লেখ্য ১৯৮০ সালে দেশে নোট বই নিষিদ্ধকরণ আইন চালু করা হয়। এ ছাড়া ২০০৮ সালে নির্বাহী আদেশে নোট বই ও গাইড বই নিষিদ্ধ করা হয়। তবে অনেক প্রকাশনী সংস্থা সেই আইন অমান্য করে এখনও নোট বই প্রকাশ ও বাজারজাত করছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ