নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা। আটককৃতরা হলেন- বান্টি সনি ও রামেশ কুমার বারমা। বুধবার বিকেলে দোহাগামী ওই দুই যাত্রীর হাতব্যাগের ভেতর বিশেষভাবে পেপারে মোড়ানো অবস্থায় বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটককৃতরা কিউআর-৬৩৫ ফ্লাইটে দোহা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নজরদারিতে রাখা হয়। ইমিগ্রেশন পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দারা তাদেরকে চ্যালেঞ্জ করে। প্রাথমিকভাবে তারা মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন।
তাদের পাসপোর্ট চেক করে দেখা যায়, উভয় যাত্রী ২০১৭ সালে পাঁচবার কলকাতা-ঢাকা এবং আটবার ঢাকা-দোহা রুটে যাতায়াত করেছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ঢাকা-দোহা যাতায়াতকালেও তারা মুদ্রা ও স্বর্ণ বহন করেন। বাদল নামক জনৈক এক বাংলাদেশি টাকার বিনিময়ে দীর্ঘদিন যাবত তাদের মতো আরও অনেককে এই কাজে ব্যবহার করে আসছেন মর্মে তারা তথ্য প্রদান করেন। ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত যাত্রীরা চোরাচালান পণ্যের দাম দিতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এ ব্যাপারে তাদের শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ