১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৪টার পর থেকে শাহজালালের আকাশে এই অচলাবস্থা তৈরি হয়। তবে বৃহস্পতিবার সোয়া ১০টার পর থেকেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ স্বাভাবিক হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক ৪টি ও অভ্যন্তরীণ রুটের ৯টি মিলিয়ে মোট ১৩টি ফ্লাইট ডিলে বা বিলম্বিত হয়। তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতেই অপেক্ষমান ফ্লাইটগুলো উড্ডয়ন-অবতরণ শুরু করে।

এদিকে, প্রায় ৬ ঘণ্টা ধরে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর যাত্রীদের। তবে বিমানবন্দরের কার্যক্রম ফের স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি নেমে আসে।

বিমানবন্দরের সিভিল এভিয়েশনের দায়িত্বরত সিকিউরিটি অফিসার এএসপি (এপিবিএন) তারিক আহমেদ বলেন, কুয়াশার কারণে ভোর সোয়া ৪টা থেকে মোট ১৩টি ফ্লাইট ডিলে হয়। তবে এখন বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ